নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আবু রাসেলকে বিদায় ও নবাগত ইউএনও হিসেবে মো: এরশাদ মিয়াকে বরণ করে নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো:আবু রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত ইউএনও মো:এরশাদ মিয়া। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মাঈনুর রহমান মনির,উপজেলা শিক্ষা অফিসার মো: রুকন উদ্দিন,মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী,যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো:মোজাম্মেল হক,যুব উন্নয়ন অফিসার মো: নজরুল ইসলাম মিয়া,প্রশাসনিক কর্মকর্তা সালাতুর রহমান ভুইয়া,মহিনন্দ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদীসহ উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচছা ও নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Leave a Reply