নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ পৌরসভার চরশোলাকিয়া ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নূরুল ইসলাম রুবেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শুক্রবার বিকেলে চরশোলাকিয়া ঈদগাহ সংলগ্ন বাদশা মিয়া রোড এলাকায় স্থানীয় যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।
মতবিনিময় কালে ওয়ার্ডের গাছবাজার, সাহাপারা, ঈদগাহ, সাহেববাড়ী, ব্যাপারীবাড়ী, গুলশান মোড়সহ ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে দলে দলে সমর্থনকারী নারী-পুরুষ অংশ নেয় সভায়, সভাটি আস্তে আস্তে পরিনত হয় জনসভায়।
উক্ত মতবিনিময় সভায় সমাজসেবক আ: আউয়ালের সভাপতিত্বে শুভেচ্ছাসহ সমর্থনে বক্তব্য রাখেন- সাবেক সেনা ও আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল হান্নান মিয়া, ভাইস প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাজাহানসহ ছাত্র যুব ও বয়ষ্কদের অনেকেই।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এবার পরিবর্তনের অঙ্গিকার নিয়ে দেশ গড়ার কাজে ন্যাস্ত বর্তমান যুবসমাজ। তেমনিভাবে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে আমরা তরুণ প্রজন্মের একজন যোগ্য প্রার্থী নির্বাচন করবো আগামী নির্বাচনে। বিগত দিনে আমরা অনেককেই কমিশনার বা কাউন্সিলর হিসেবে দেখেছি। এবার একজন যুবকের হাতে ক্ষমতা দিয়ে দেখি কি করতে পারে। তবে আমাদের বিশ্বাস আজকে আমরা যাকে নিয়ে এখানে সমবেত হয়েছি একমাত্র সেই পারবে এলাকার উন্নয়নে ও বিগত দিনের সকল রেকর্ড ভেঙে দিয়ে জনসেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে। আজ তার যে জোয়ার উঠেছে তা থামানোর কোন শক্তি কারোর নেই, ইনশাল্লাহ জয় তার নিশ্চিত।
কাউন্সিলর প্রার্থী নূরুল ইসলাম রুবেল- স্থানীয় প্রয়াত মতিউর রহমান (মতু)’র বড় সন্তান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ছোট বেলা থেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত। তাছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জড়িত রয়েছেন ছোট-বড় সাধারণ মানুষের সেবায়।
বিএনপি অধ্যুষিত এই ওয়ার্ডে স্থানীয় প্রার্থীদের মধ্যে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় আলোচনায় রয়েছেন নূরুল ইসলাম রুবেল। ওয়ার্ডে সংগঠনের নেতাকর্মীদের সমর্থনও রয়েছে তার। বিশেষ করে গত ১ নভেম্বর বনানী মোড় এলাকায় প্রথম মতবিনিময় সভায় আলোচনায় আসে শহরজুড়ে জনপ্রিয়তা উঠে আসে ৪নং ওয়ার্ড চরশোলাকিয়ায়।
নূরুল ইসলাম রুবেল বলেন, এলাকার মানুষ চায় পরিবর্তন চায় নতুন মূখ, আমি যুবসমাজের চাপে নির্বাচনে আগ্রহ প্রকাশ করছি। এছাড়া আমি ছোট বেলা থেকেই এলাকাবাসীর সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি, সমাজের সকল অপকর্মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে দীর্ঘদিনের জমে থাকা সমস্যা সমাধান করতেও আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মানুষের বিপদে আপদে আমার সাধ্যমতো সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি আশাবাদী জনগণ আমাকে নিরাশ করবে না।
আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে দলীয় প্রভাব ও নিজের যোগ্যতা দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে এই অবহেলিত চরশোলাকিয়া ৪নং ওয়ার্ডটিকে অপরাধমুক্ত স্বাস্থ্য শিক্ষার উন্নতিসহ পৌর নাগরিক সেবায় মডেল হিসেবে স্থাপন করবো ইনশাআল্লাহ।
এসময় মতবিনিময় সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ছোট-বড় শত শত নারী-পুরুষ ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply