শফিক কবীর : দীর্ঘদিনের অচলাবস্থায় পড়ে থাকা ও দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভবন পরিদর্শন, ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং গাছের চারা রোপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কিশোরগঞ্জ জেলার দ্বায়িত্বপ্রাপ্ত লে:কর্ণেল রিয়াজুল করিম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর লে:কর্ণেল রিয়াজুল করিম গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং জেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের পদচারণায় কিশোরগঞ্জ প্রেসক্লাবকে সবসময় প্রাণোচঞ্চল দেখতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও আপনাদের সহযোগিতায় কিশোরগঞ্জ হবে সন্ত্রাস ও অপরাধমুক্ত। এবং জণগণের জানমালের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী বদ্ধপরিকর।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদগণ সেনাবাহিনীর এই কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে তাদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেন।
পরে তিনি দীর্ঘদিনের অচলাবস্থা প্রেসক্লাব ভবন সহ সবকিছুর খোঁজ-খবর নেন ও প্রেসক্লাব প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সহ- সভাপতি (সহযোগী) অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ আল আকিল মোকাররম, অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী , কাউছার আহমেদ টিটু, সহযোগী সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামানসহ অন্যন্য সাংবাদিক সদস্যগণ, সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply