নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে ডিবির মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৫’শ পিস ইয়াবা ও হবিগঞ্জের আব্দুল্লাহকে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর রাত আটটায় কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল মনিপুর ঘাট এলাকায় গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোবারক হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোলেমান এর বাড়ীর উত্তর পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ী ঝুমুর বেগম (৩২)কে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
নারী মাদক ব্যবসায়ী ঝুমুর মনিপুর ঘাট এলাকার চন্দন মিয়ার স্ত্রী।
অপরদিকে ভোররাত সাড়ে চারটায় ভৈরব সেতুর টোল প্লাজার পশ্চিম প্রান্তে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি আব্দুল্লাহ (২৪)কে ৪কেজি গাঁজাসহ আটক করে ডিবি’র এসআই মোবারক হোসেনের ঠিম।
মাদক কারবারি আব্দুল্লাহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের উছমান গণির ছেলে।
পৃথক পৃথক ২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply