আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ তাড়াইলে হলিডে ক্যাম্প “আনন্দে সারাদিন”

হুমায়ূন রশিদ জুয়েল : শিক্ষায় বিনিয়োগ, সমৃদ্ধ বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে ধারণ করে, কিশোরগঞ্জ তাড়াইলে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৬ (নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম কিবরিয়া সভাপতিত্বে ও উপস্থাপনায় খায়রুল বাশার রাসেল ও সঞ্চালনায় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো : কুতুবউদ্দিন এবং উপজেলা প্রশাসন, তাড়াইল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে হলিডে ক্যাম্প ২০২৪ আনন্দে সারাদিন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবক্কর সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, এলাকা সমন্বয়কারী আ. ন. ম. নাজমুল হুসাইন,পলাশ কান্তি পাল,সহ তাড়াইল উপজেলার ১৭ টি উচ্চ বিদ্যালয়ের সহযোগী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ১৭ টি উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন করে ৩০৬ জন ইয়ুথ ইউনিটের শিক্ষার্থীারা বিভিন্ন ইভেন্ট ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলে।
আরও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক সামির হোসেন সাকী।
এছাড়া উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউনিয়ন সমন্বয়কারী বৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে দামিহা ইউনিয়ন সমন্বয়কারী সাংবাদিক রবীন্দ্র সরকার, ধলা ইউনিয়ন সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন, তাড়াইল সাচাইল ইউনিয়ন সমন্বয়কারী পাপিয়া জাহান, রাউতি ইউনিয়নের শামীমা হায়দার সেতু, তালজাঙ্গা ইউনিয়ন সমন্বয়কারী হুমায়ুন রশিদ জুয়েল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।
এতে বক্তব্যে বলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কেবল নির্ভরশীলতা অর্জনের লক্ষ্যেই কাজ করছে না বরং আত্মনির্ভরশীলতার ভিত্তিতেই কাজ পরিচালনা করছে। লক্ষ্য করা গেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ নারী নির্যাতন বাল্যবিবাহ ইভটিজিং জুয়া সহ সচেতনামূলক কাজগুলো করে যাচ্ছে। তারা বিশ্বাস করে এই ব্যতিক্রম ধর্মী প্রচেষ্টা মেয়েদের জন্য বিদ্যালয় কর্মসূচি অংশ হিসেবে সমগ্র তাড়াইল উপজেলায় নিলরস ভাবে দি হাঙ্গার প্রজেক্টর বাংলাদেশ কাজ চালিয়ে যাচ্ছেন। আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।অনুষ্ঠানের শেষান্তে বাল্যবিবাহের উপর একটি নাটিকা অনুষ্ঠিত হয় এবং পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপ্রিয়ভাবে পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category