আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাবিব মিয়া, নিকলী :  কিশোরগঞ্জের নিকলীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড ও উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন

অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর ) সকাল ১১টায়
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার শাখাওয়াত হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন উপজেলা কৃষি অফিস কার্যালয়ের মোঃ মোস্তফা কামাল,
প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ করেন
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাকসুদুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা যুব উন্নয়ন অফিসার জি.এম. সেলিম রেজা,উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে,ইউ ডি এফ দুর্গা রানী সাহা,উপজেলা তথ্য সেবা অফিসার
তাসলিমা ফেরদৌসী মনি,উপজেলা ডি ও আইসিটি সহকারী প্রোগ্রামার এফ এম নূর-উজ-জামান,উপজেলা জনস্বাস্থ্য অফিসার মো: শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিস কার্যালয়ের মোঃ অন্তর,মেহেদী হাসান মুন্না,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার উপ সহকারী কৃষি অফিসারগণ এবংবিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য,২০২৪-২০২৫ অর্থ বছরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় নিকলী উপজেলা ৭ টি ইউনিয়নে ৩ হাজার ১০০জন প্রান্তিক কৃষকদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category