আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাড়াইলে সুজন’র ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হুমায়ূন রশিদ জুয়েল : অন্তর্বর্তী সরকারের প্রতি সুজন এর আহ্বান রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন, এই প্রতিপাদ্য ধারণ করে, তাড়াইল উপজেলা সুশাসনের জন্যে নাগরিক, সুজনের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কার্যালয়ে ২২ তম ২০২৪ প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কেটে মিষ্টি বিতরনসহ সুজন কতৃক বর্তমান অন্তবর্তী সরকারের কাছে কেন্দ্রীয় বিভিন্ন দাবি সম্বলিত বিষয় উপস্থাপনা ছাড়াও নানান আয়োজনে দিবসটি পালন করা হয়।

তাড়াইল উপজেলা সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক, সাংবাদিক – রবীন্দ্র সরকারের সার্বিক উপস্থাপনায় দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী – খায়রুল বাশার, বাংলাদেশ মহিলা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভানেত্রী, দিবা রানী সরকার, সম্পাদক – প্রিয়াংকা ভৌমিক, লিগ্যাল এইড এর প্রতিনিধি মোঃ মেরাজ হোসেন, ইয়ুথ এ্যাম্বাসেডর ইফতেখারুল ইসলাম জুয়েল, সাংবাদিক হুমায়ুন রশিদ জুয়েল, সমন্বয়কারী মোঃ আলা উদ্দীন, পাপিয়া জাহান, শামিমা আক্তার জন প্রতিনিধি ও নারীনেত্রী জাহান্নারা বেগম সহ সূধীজন বক্তব্য রাখেন। এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার বক্তব্যে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে অন্তবর্তী কালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। পরিশেষে নির্বাচনীয় প্রক্রিয়ার মধ্য দিযে সৎ, যোগ্য ও জনকল্যাণ নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করে দেশের সর্বস্তরের নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেন। অতিথিদের বক্তব্য শেষে সুজনের প্রতিষ্ঠার দিনকে স্মরণ করার জন্য কেক কাটা উৎসবের মধ্য অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category