আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে পিপিইপিপি-ইইউ প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নিকলী প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-র উদ্যোগে পিকেএসএফ এবং ইউরোপীয়ান ইউনিয়ন-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলা পর্যায়ে সরকারি (স্বাস্থ্য বিভাগ/ পুষ্টি কমিটি কর্তৃক প্রদত্ত) বিদ্যমান সেবাসমূহ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে।

সোমবার ১২ নভেম্বর কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়।
উক্ত ওরিয়েন্টেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন।ওরিয়েন্টেশনে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন থেকে পিপিইপিপি-ইইউ প্রকল্পের অন্তর্ভুক্ত নির্বাচিত১০ জন উপকারভোগী সদস্য অংশগ্রহণ করেন। পপি সংস্থার টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) জনাব মফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও ওরিয়েন্টশনের উদ্দেশ্যে সম্পর্কে আলোচনা করেন পপি-র পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ হেলাল উদ্দিন।
এসময় অন্যানের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জনাব মোঃ আাঃ রহিম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুস্মিতা রানী আদিত্য, স্বাস্থ্য সহকারী উজ্জল চন্দ্র সূত্রধর, সিএইচসিপি মোঃ সিহাব উদ্দিন, পপি সংস্থার পিপিইপিপি-ইইউ প্রকল্পের অ্যাসিষ্টেন্ট টেকনিক্যাল অফিসার উর্মী দেবনাথ, সিএনএইচপি শাবনাজ আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category