নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মকচুরি গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ লুটপাট ও দখলের অভিযোগে রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া (৪০)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন- ‘গত ৫ আগষ্ট বিকালে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০/১৫ জন দুস্কৃতিকারী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ব্রাহ্মনকচুরি গ্রামের বাসিন্দা প্রয়াত জয় কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মন (৬৫) বাড়িতে আক্রমন করে। অতঃপর বাড়িঘর ভাংচুর করে ২০,০০,০০০(বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করতঃ বাড়ির আলমারী ও সুকেস ভাংচুর করিয়া নগদ ১৫,০০,০০০(পনের লক্ষ) টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করিয়া বাড়িটি দখল করিয়া নেয়। ইদ্রিস মিয়া ও তার অনুসারীদের হুমকিতে ভিকটিমের পরিবারের সদস্যরা প্রাণ রক্ষার্থে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র পালাইয়া জীবন যাপন করছে’।
আটককৃত মো. ইদ্রিস মিয়ার বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় গীতা রানী বর্মন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply