নিজস্ব প্রতিবেদক : ইতিহাসের সংরক্ষণ করবো, বৈষম্যহীন সমাজ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ নভেম্বর ১৪ তম ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে একটি ঐতিহাসিক বিশ্লেষণে ১১গুণীজনকে সংবর্ধনা দিয়েছে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ।
১১ নভেম্বর সোমবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে পা হারানো শিক্ষাথী হাফেজ মাও.জুনাইদ আহাম্মদসহ ১১ গুণীকে সংবর্ধনা দিয়েছে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার। মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১১ গুণী ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদের সহায়তায় অনুষ্ঠানের শুরুতে “ইতিহাসের আলোকে ১১ নভেম্বর একটি ঐতিহাসিক বিশ্লেষণ ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনসহ আঞ্চলিক ইতিহাস উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ইউনিয়নের প্রয়াতদের স্মরণে দুয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী। দিবসের শুভ উদ্বোধন করেন মহিনন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ফজলুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিনন্দ ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মো: আতিকুর রহমান গাজী, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো: রেজাউল হাবীব রেজা, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মো: ফিরোজ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান , জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি সাংবাদিক শফিক কবীর, সাবেক ওয়ারেন্ট অফিসার কামরুল ইসলাম হেলাল, বিশিষ্ট ঠিকাদার মো: আতাউর রহমান বাচ্চু, ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি মোতাহের হোসেন, কিশোরগঞ্জ আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক ভুইয়া, ইউপি সদস্য কামাল উদ্দিন, কিশোরগঞ্জ মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি হাবিবুর রহমান চান মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল,মাও.শফিকুল ইসলাম শাহজাহান, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন প্রমুখ।
পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখায় মাও.জুনাইদ আহম্মদ, ধর্ম ও শিক্ষা ক্ষেত্রে উপাধ্যক্ষ মাও.আ.কদ্দুছ,বহু দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় মাও.আলী হোসেন, ব্যাংকিংয়ে ও সমাজসেবায় মো: ফিরোজ উদ্দিন ভূঁইয়া, ইতিহাস সংরক্ষণে মো: রেজাউল হাবীব রেজা, মহিনন্দের সাহিত্য সংস্কৃতি ও সাংগঠনিকভাবে মো: আজিজুর রহমান, মহিনন্দের ইতিহাসসহ সাংবাদিকতায় মো: আবুল কাশেম, জেলার আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য রক্ষায় ও যুব কার্যক্রমের ক্ষেত্রে মো: আমিনুল হক সাদী, কিন্ডার গার্টেন শিক্ষা কার্যক্রমে শাহ মোহাম্মদ শামসুল আলম বাবুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ পাঠাগারের দায়িত্বশীলগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply