আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে আওয়ামীলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আলমগীর হোসেন, নিকলী প্রতিনিধিঃ  আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত গুলিস্তানের জিরো পয়েন্টের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন নিকলী উপজেলা ছাত্রদল।

রোববার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কিশোরগন্জ জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের নির্দেশে নিকলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হৃদয় হাসানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিকলী গার্লস স্কুল মোড় ছাত্রদলের কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- ছাত্রদলের যুন্ম আহবায়ক সিয়াম হাসান অক্ষয়, ছাত্রদলের অন্যতম নেতা মেহেদী হাসান বাদশা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category