নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের সামাজিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন “পদক্ষেপ” এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পরিচালিত হয়।
৫ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের মুক্তমঞ্চে সংগঠনটির আয়োজনে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের আহবায়ক জহিরুল ইসলাম আরিফ এর ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক সাদিক আহমাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, সদস্য আতিকুর রহমান মুজাহিদ, মুজাহিদুল হক নৌশেল, মোহাম্মদ জিসান, কাউছার আহমাদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির প্রধান উপদেষ্টা আশরাফ আলী সোহান বলেন, “পদক্ষেপ” মূলত সমাজের বিভিন্ন ক্রাইসিস মূহুর্তে যেনো মানুষের পাশে দাড়াতে পারে সেই চিন্তা থেকেই প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজের যেই সমস্যার পাশে কেউ দাড়ায় না, সেসব নিয়ে কাজ করবে সংগঠনটি। রক্তদান, বৃক্ষরোপণ, ছাত্রদের পড়ালেখা সহায়তা, ছিন্নমূল নিয়ে কার্যক্রম।
আজ প্রথম দিনেই প্রায় এক হাজার ছাত্র-নাগরিকের রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি। এবং পাশাপাশি এর মাধ্যমে তরুন ছাত্র-ছাত্রীদের রক্তদানে উৎসাহ প্রদান করা হয়।
এসময় কার্যক্রমে সংগঠনের অন্যতম উপদেষ্টা মুফতি জোবায়ের আহমাদ ও মাওলানা ওয়ালিউল্লাহসহ সংগঠনের সাথে জড়িত শহরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply