আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসলামী আন্দোলন বাজিতপুর শাখার মানববন্ধনে সন্ত্রাসী হামলা সাংবাদিকসহ আহত অনেকেই

বাজিতপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাজিতপুর শাখার মানববন্ধনে সন্ত্রাসীদের হামলায় পন্ড হয়ে যায় কর্মসূচি, এতে আহত হয় সাংবাদিকসহ বেশ কয়েকজন।

৪ নভেম্বর (সোমবার) সকাল ১০টার দিকে ইসলামী আন্দোলন বাজিতপুর শাখার একটি মানববন্ধনের আয়োজন করা হয় উপজেলার বাঁশমহল এলাকায়।
এতে সংবাদ সংগ্রহের জন্য যায় দুজন স্থানীয় সংবাদকর্মী। মানববন্ধন চলাকালীন অংশগ্রহণকারী লোকজনের উপর হামলা করে দৃর্বৃত্তরা। এসময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে গুরুতর আহত হয় দুজন সাংবাদিক। নিউজ ২১ বাংলা আইপি টিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সাব্বির আহমদ মানিকের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় মুঠোফোন, পকেটে থাকা টাকা চিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
সংবাদকর্মী আবুল হোসেন বলেন, ভিডিও ধারণ করার সময় জামা কাপড় ছিড়ে ফেলে মারধর ও হেনস্থা করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে উদ্ধার করে আহত সংবাদকর্মীদের।
মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত সংবাদকর্মীরা।
এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা ইউএনও ফারাশিদ বিন এনামের কাছে গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category