ডেক্স নিউজ : বাংলাদেশ অ্যাসোসিয়েশন নর্থ ইস্ট স্কটল্যান্ড (বিএনইস) কমিটি পুন:গঠন করা হয়েছে।
২৭ অক্টোবর, রোববার আরডো হাউস হোটেলে সদস্য সমাবেশের আয়োজনে এবং স্পা-এ এক স্মরণীয় পুনঃউদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে সম্মানিত অতিথি ও বিশিষ্টজনসহ আবেরডিন, আবেরডিনশায়ার, এডিনবারা এবং গ্লাসগো থেকে ৩০০ জনেরও বেশি বাংলাদেশি কমিউনিটি সদস্য অংশগ্রহণ করেন।
অতিথিদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার জিয়াউল হাসান এবং তাঁর টিম, আবেরডিনের লর্ড প্রোভোস্ট মিস্টার ডেভিড ক্যামেরন, কাউন্সিল লিডার তৌকির মালিক, কাউন্সিলর ও প্রাক্তন লর্ড প্রোভোস্ট বার্নি ক্রকেট এবং কাউন্সিলর নুরুল হক আলীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিএনইস-এর সেক্রেটারি আতিক মিয়া এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবং বিএনইস সভাপতি নূর আহমেদ (সাদিক মিয়া), সেক্রেটারি আতিক মিয়া এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তারা প্রাক্তন বিএনইস নেতৃবৃন্দ সৈয়দ আবদুর রাজ্জাক, শফিকুল হক এবং লুথফুল হক চৌধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্নি ক্রকেট তাঁর বক্তব্যে বিএনইস-এর দীর্ঘমেয়াদী কমিউনিটি উন্নয়নে অবদানের প্রশংসা করেন এবং তৌকির মালিকসহ কাউন্সিলের পক্ষ থেকে ভবিষ্যতে বিএনইস-এর উন্নয়নে সম্পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।
বিএনইস-এর সেক্রেটারি আতিক মিয়া তাঁর উদ্বোধনী বক্তব্যে বিএনইস-এর নতুন নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ১৯৭৯ সালে বিএনইস-এর প্রতিষ্ঠাতা প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কমিউনিটির শক্তিশালী ও ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম গড়ার বিএনইস-এর উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সদস্যপদ, স্বেচ্ছাসেবা ও অংশগ্রহণের মাধ্যমে সবার সহযোগিতা কামনা করেন।
নতুন নির্বাহী কমিটি গত সেপ্টেম্বর মাসে গঠিত হয়, যা দুটি কমিউনিটি মিটিংয়ের পর অনুষ্ঠিত হয়েছিল গত ১১ ও ২৫ আগস্ট, ক্রাউন টেরেস মসজিদে ১১ সদস্যের এড-হক কমিটির শফিকুল হক সাহেবের সভাপতিত্বে।
অনুষ্ঠানটি বিএনইস-এর একতা, শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরে, যেখানে সহকারী হাইকমিশনার জিয়াউল হাসান বিএনইস-এর পুনর্গঠনকে স্বাগত জানান। তিনি বিএনইস এবং ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাইকমিশনের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন, যারা অনুষ্ঠানে কমিউনিটির সদস্যদের জন্য কনস্যুলার পরিষেবা প্রদান করে। কাউন্সিলর তৌকির মালিক বাংলাদেশি স্কটিশদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান, যা স্কটল্যান্ডে আরও বিস্তৃত প্রভাবের সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানটি কমিউনিটির নিবিড় সম্পর্ককে তুলে ধরেছে, এবং বক্তৃতাগুলোতে ঐক্য, শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্কটিশ সমাজে বাংলাদেশি অভিবাসীদের অব্যাহত অবদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সহকারী হাইকমিশনার জিয়াউল হাসান বিএনইস-এর পুনরুজ্জীবন এবং এর দক্ষ টিমের প্রশংসা করেছেন, যারা অল্প সময়ের মধ্যে কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটিকে একত্রিত করতে চমৎকার আয়োজন করেছেন। তিনি বিএনইস এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন ম্যানচেস্টারের মধ্যে দৃঢ় সম্পর্কের গুরুত্বের ওপরও আলোকপাত করেন, যখন কাউন্সিলর তৌকির মালিক এবং প্রাক্তন লর্ড প্রোভোস্ট বার্নি ক্রকেট আবেরডিন এবং আশেপাশের এলাকায় বিএনইস -এর সক্রিয় ভূমিকার জন্য তাদের প্রশংসা প্রকাশ করেন। লেবার পার্টির নেতা এবং কাউন্সিলর তৌকির মালিক বাংলাদেশের কমিউনিটির সদস্যদের মূলধারার স্কটিশ রাজনীতিতে যোগদানের জন্য উৎসাহিত করেন এবং আমন্ত্রণ জানান, যদি আমরা সত্যিকারের পরিবর্তন আনতে চাই।
সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল শিশুদের শিক্ষাগত সাফল্যের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে কমিউনিটির তরুণ মেধাবীদের একাডেমিক সাফল্যের জন্য সম্মানিত করা হয়। লর্ড প্রোভোস্ট ডেভিড ক্যামেরন এবং বিএনইস এক্সিকিউটিভ কমিটির সদস্য আবদুল্লাহ ফেরদৌস নাদিম, নূর আহমেদ, ছাদিকুর রহমান এবং ফায়েজ আহমেদের দ্বারা প্রদত্ত এই পুরস্কারগুলো, উজ্জ্বল এই তরুণদের কঠোর পরিশ্রম ও অর্জনকে উদযাপন করেছে, যা কমিউনিটিতে শিক্ষাগত উৎকর্ষতা গড়ে তোলার ক্ষেত্রে বিএনইস-এর প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের শিক্ষাগত সম্মাননা প্রদান অনুষ্ঠান, যেখানে বিএনইস কমিটির নেতৃবৃন্দ এবং লর্ড প্রোভোস্ট ডেভিড ক্যামেরন কমিউনিটির শিক্ষাগত কৃতিত্বের স্বীকৃতি দেন।
Leave a Reply