আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

হুমায়ুন রশিদ জুয়েল: কৃষি প্রধান দেশ বাংলাদেশ এদেশে ৮০% লোক কৃষিকাজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে। সে ক্ষেত্রে কৃষকের সহায়তার জন্য,

ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষিতে কৃষককে নির্ভরশীল ও কৃষির সমৃদ্ধিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গঠিত ১৫টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১ : ১০ মিনিটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫টি কৃষক গ্রুপের মাঝে গার্ডেন ট্রিলার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব উপসহকারী কর্মকর্তাবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে কৃষকদের নিয়ে ১৫ টি ফ্রিপ কৃষক গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৩০ জন কৃষক সদস্য রয়েছে। কৃষকরা তাদের এলাকার পতিত জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে এবং সেচ সুবিধা সম্প্রসারণের সুযোগ সৃষ্টির জন্য ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় গঠিত ফ্রিপ কৃষক গ্রুপের মাঝে গার্ডেন ট্রিলার মেশিন বিতরণ করা হয়েছে। গ্রুপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার তিনজনের উপস্থিতিতে ৩০০টাকার নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি পত্রের মাধ্যমে মেশিনগুলো বিতরণ সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌফিকুর রহমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের অনাবাদি জমি আবাদের আওতায় এনে কৃষি কাজ করে স্বনির্ভরশীল হয়ে গড়ে উঠুন আমার একান্ত প্রত্যাশা। আপনারা এই যন্ত্রপাতি দিয়ে কৃষি কাজ করবেন। এগুলো কোন অবস্থাতেই বিক্রি করা যাবে না।
এতে লক্ষ্য করা গেছে, বিনামূল্যে কৃষকেরা কৃষি যন্ত্রপাতি পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে এবং তারা খুবই আনন্দে আপ্লুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category