আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাথমিক চিকিৎসায় পল্লী চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে পল্লী চিকিৎসকদের চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষে এলার্জি, চর্ম-যৌন প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর সোমবার দুপুরে রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন (আরএমএ)’র আয়োজনে ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায়, শহরের পুরানথানাস্থ এ্যাপোলো হেলথ কেয়ার সেন্টারে জেলা  আর.এম.এ’র সভাপতি ফিজিওথেরাপিস্ট ও ফার্মাসিস্ট সেলিম জাবেদ এর সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মুহাম্মদ মঈনুল আলম তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল (মহাখালী ঢাকা)’র মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফজলে রাব্বি খান অনিক,  প্রভাষক ডাঃ মোহাম্মদ সালাহউদ্দীন বি.এইচ.এম.এস, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ও আর.এম.এ’র উপদেষ্টা সাংবাদিক শফিক কবীর।
আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন- চিকিৎসা সেবা হচ্ছে একটি বড় ইবাদত। তেমনি, পল্লী চিকিৎসকগনের উপর দেশ ও জাতি অনেক কিছুই আশা করে, আশা করে অল্প টাকায় স্বল্প সময়ে সঠিক রোগ নির্ণয় করে পরিমাণমতো সঠিক ঔষধ এর ব্যবহার। একজন চিকিৎসকের সঠিক চিকিৎসা যেমন একটি ইবাদত তেমনি আবার একজন চিকিৎসক রোগীদের কাছ থেকে স্বরল বিশ্বাসী হয়ে অধিক মুনাফা ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়াও সবচেয়ে বড় পাপের কাজ। তাই, আপনাদের সাধ্যেরমধ্যে যতটুকু আছে ততটুকুই চেষ্টা চালিয়ে যাবেন।
জেলা  আর.এম.এ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যসহ ভিডিও প্রজেক্টের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে  বিভিন্ন ঔষধের কার্যকরি দিক ও ব্যাবহারবিধির উপর বিস্তারিত আলোচনা করেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কিশোরগঞ্জের সিনিয়র রিজিওনাল সেলস্ এক্সিকিউটিভ অফিসার আনছার উদ্দিন আহাম্মদ।
শুরুতে জেলার বিভিন্ন উপজেলা হতে আগত রুরাল মেডিকেল এসোসিয়েশন(আরএমএ)’র পল্লী চিকিৎসকগণকে এলার্জি, চর্ম-যৌন চিকিৎসায় প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার শেষে উপস্থিত পল্লী চিকিৎসকদের মাঝে রেফেল-ড্রয়ে বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category