নিজস্ব প্রতিনিধি : জেলার সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ এই স্লোগানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। সোমবার সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো: আল আমিনকে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ এবং দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন। সন্ধ্যায় জেলা শহরের হোটেল শেরাটনের ৭ম তলায় কিশোরগঞ্জ নিউজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শফিক আদনান। এতে কিশোরগঞ্জ নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক আবদুর রহমান রুমী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর নিজস্ব প্রতিবেদক আতা মোহাম্মদ উবায়েদ, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো: আনোয়ার হোসাইন, দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় আলমগীর, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ, বিডিটুয়েন্টিফোরলাইভ.কম এর জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন আকাশ, সাংবাদিক আতাউল হাসান দিনার, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি কিবরিয়া হিমেল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এছাড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সংগঠনের সদস্য ফরম বিতরণ করা ও জমা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply