নিজস্ব প্রতিবেদক : যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
২৭ অক্টোবর রবিবার জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি মো: রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, হাজী ইসরাঈল মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ জেলা ড্যাব এর নেতৃবৃন্দ এবং যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী পাঁচশতাধিক অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
কর্মসূচীতে জেলা ড্যাব এর সভাপতি ডা. মো: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. এস কে এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. মীর সাদ সৈকত, কোষাধ্যক্ষ ডা. একরাম আহসান জুয়েলসহ ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
Leave a Reply