আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে টাস্কফোর্স টিমের অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে কাঁচা সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় ও স্বাভাবিক পর্যায়ে রাখতে বাজার তদারকি কার্যক্রমে জরিমানা এবং সতর্কতা করেন বিশেষ টাস্কফোর্স টিম।

২৫ অক্টোবর শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের বড় বাজারের পাইকারি মহল ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে দ্রব্যের মূল্য তালিকা না থাকা, পাইকারি রশিদ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অনিয়মে ৯ দোকানিকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশেষ এ টাস্কফোর্স টিমের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর হৃদয় রঞ্জন বণিক।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন জেলা পুলিশ এর একটি চৌকস দল।

ভোক্তা-অধিকারের অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর হৃদয় রঞ্জন বণিক সাংবাদিকদের জানান, অভিযানে দেখা যায়, পণ্যের যৌক্তিক মূল্যের চেয়ে অধিক মূল্যে সবজি সহ অনান্য পণ্য বিক্রয় করা হচ্ছে, মূল্য তালিকা প্রদর্শন করছেন না ও ক্রয় -বিক্রয় রশিদ সংরক্ষণ করছেন নাহ বিধায় তাদেরকে জরিমানা করা হয়। ও অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। তবে, জনস্বার্থে টাস্কফোর্সের এ অভিযান চলমান থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category