আলমগীর হোসেন,নিকলী প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউপি চেয়ারম্যানই মামলায় পড়ে পলাতক। এই ছয়টি ইউপি চেয়ারম্যানই আওয়ামীলীগের পদধারী ও সাবেক এমপি আফজালেরর আস্থাভাজন সুবিধাভোগী চেয়ারম্যান। গত 5ই আগষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমাতচ্যূত হওয়ার পর নিকলী উপজেলা আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর আক্রমনের অভিযোগে কয়েকটি মামলা দায়ের করা হয়। এসব পৃথক পৃথক মামলায় নিকলী উপজেলার সাতটির মধ্যে ছয়টি ইউপি চেয়ারম্যান পলাতক। পলাতক চেয়ারম্যানরা হলেন, নিকলী সদর ইউনিয়নের কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, কারপাশা ইউনিয়নের তাকি আমান খান, সিংপুর ইউনিয়নের মোহাম্মদ আলী, ছাতিরচর ইউনিয়নের ইয়ার খান, জারইতলা ইউনিয়নের আজমল হোসেন, গুরই ইউনিয়নের তোতা মিয়া।
সরেজমিনের খোজ নিয়ে দেখা যায়, নিকলী উপজেলার সাতটির মধ্যে দামপাড়া ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি ছয়টি ইউনিয়নেই চেয়ারম্যানের কার্যালয় তালাবদ্ধ ও দীর্ঘদিন যাবত ইউনিয়েনে তারা অনুপস্থিত। এ সময় আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে আরো জানা যায় চেয়ারম্যান দী্র্ঘদিন যাবত অনুপস্থিত। তারা জন্ম নিবন্ধন সহ বিভিন কাজ করতে পারলেও চেয়ারম্যানর স্বাক্ষরের জন্য পড়েছেন চরম ভোগান্তিতে। এ ব্যাপারে ছয়টি ইউনিয়নের সচিবদের সাথে যোগাযোগ করলে তারা এ প্রতিনিধিকে জানান চেয়ারম্যানরা মাঝে মধ্যে পরিষদে আসেন।
এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার এ প্রতিনিধিকে জানান এসব বিষয়ে আমার কাছে কোন অভিযোগ নেই। অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply