নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করণের জন্য কিশোরগঞ্জ জেলার ইউপি সদস্যদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।
২০ অক্টোবর রবিবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীরা তাদের বক্তব্যে বলেন –
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দ্বায়িত্বে অধিষ্ঠিত। সরকারের সমর্থনে ছাত্র-জনতার ব্যাপক সাড়া থাকলেও সরাসরি কোন রাজনৈতিক দল সার্বক্ষনিক পক্ষচারণ না করার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।
আমরা কোন দলের হয়ে দলীয় প্রতীকে নির্বাচন করিনি। দলীয় প্রতীকে যারা নির্বাচিত হয়েছে তাদের ব্যাপারে সরকার যেকোনো স্বীদ্ধান্ত নিতেই পারে।
আমরা স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় সরকারের পক্ষে স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করি। ফলে দেশের প্রান্তিক পর্যায়ের জনগন সকল প্রকার নাগরিক সুবিধা আমাদের মাধ্যমে পেয়ে থাকে। আমরা স্থানীয় কৃষি কর্মকান্ড, সামাজিক ন্যায়-বিচার নিশ্চিত, আইন-শৃংখলা রক্ষা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা, সামাজিক সুরক্ষা খাতের সেবা সহ সরকার নির্দেশিত সকল প্রকার সেবা সমূহ প্রদান করে থাকি। শুধুমাত্র আমাদের মাধ্যমেই এই সকল নাগরিক সেবা দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠিকে প্রদান করা সম্ভব।
এমতাবস্থায় হঠাৎ করে যদি চলমান ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করা হয় তাহলে দেশের আপামর জনসাধারন শুধু নাগরিক সেবা থেকেই বঞ্চিত হবে না পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক সমস্যা তৈরী হবে। আর তাই আমরা সদাশয় সরকারের নিকট এহেন ভুল সিদ্ধান্ত গ্রহন থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
এসময় কিশোরগঞ্জের সকল উপজেলার সকল ইউনিয়ন পরিষদের শতশত সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply