আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে করিমগঞ্জে সংহতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :  অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের আয়োজনে করিমগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে কয়েক হাজার নারী পুরুষের সমাগমে সমাবেশ থেকে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

গত ১৮ আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নিকট আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে বলে বক্তারা জানান।

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রধান সংগঠক হেরুনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জিয়াউর রহমান।

সমাবেশে কেন্দ্রীয় সংগঠক ইসমাইল হোসাইন, করিমগঞ্জ তাড়াইলের অন্যতম সংগঠক মুজিবুর রহমান, রবিউল আউয়াল, জেসমিন আক্তার, পৌর এলাকার সংগঠক দুলাল মিয়া, মাহফুজুল হক মারুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী কিবরিয়া খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category