আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভৈরবের বাশগাড়ীতে গরুসহ চোর আটক থানায় মামলা দায়ের

ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাশগাড়ী গ্রামে জনতার হাতে গরু সহ ৩ গরু চোর আটক।

২ সেপ্টেম্বর বুধবার ভোরে তাকে আটক করা হয়।

আটককৃত গরু চোর উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের বর্তমান ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির এর বাড়ির জাকির হোসেন এর ছেলে চিহ্নিত গরু চোর রুবেল ও শিবপুর ইউনিয়নের টান কৃঞ্চনগর গ্রামের সুলেয়মানের ছেলে চিহ্নিত চোর শাওন ও সোনা মিয়ার ছেলে অবিকুল।

গরু চোর রুবেল মিয়া বলেন, গরু চুরের মূলহোতা আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা শান্তিনগর গ্রামের গরু চোরের গড ফাদার মকবুল ও আগানগর ইউনিয়নের ছাগায়া গ্রামের গরু চোরের গড ফাদার বুলবুল এবং শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের চিহ্নিত গরু চোর রমজান।

গরুসহ ৩ গরুচোর কে আটক করে বাশগাড়ী গ্রামের কৃষক সুমন মিয়া। উক্ত ঘটনায় চুরি হয়ে যাওয়া গরুর মালিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করে। গরুটি তিনি গত ৪ মাস আগে এক লক্ষ ১০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। বর্তমানে গরুটির বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

গরুটি উদ্ধার করে দেওয়ায় বাশগাড়ী গ্রামের সুমন মিয়া সহ গ্রামবাসীকে ধন্যবাদ জানান তিনি।

এব্যাপারে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম শাহারিয়া বলেন, আজ সকালে একটি গরুসহ ৩ গরু চোরকে আটক করে তার গ্রামের সুমন মিয়া সহ গ্রামবাসী। পরে উদ্ধারকৃত গরুটি প্রকৃত মালিকের সামনে ভৈরব থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থলে খবর পেয়ে আগানগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সকালে এসেছিলেন তিনি বললো গরু মালিক লতিফ ও গরু চোর রুবেল তার বাড়ির। তাছাড়া ভৈরব থানার অফিসার ইনচার্জ আবুল হাসমত কে ফোনে অবগত করার হয়েছে।

এব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ আবুল হাসমত বলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম শাহারিয়ার আমাকে ফোনে অবগত করলে পুলিশ গরু ও ৩ চোরসহ পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনগন।
পরে পুলিশ তাদেরকে গরুসহ থানায় নিয়ে আসেন এবং গরুর মালিক আব্দুল লতিফ বাদী হয়ে ভৈরব থানায় গরু চুরির অপরাধে একটি মামলা দায়ের করেন। এবং জনতার হাতে উদ্ধারকৃত গরু ও আটককৃত ৩ গরু চোরকে আগামীকাল কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত গরুটি প্রকৃত মালিক কোর্ট থেকে নিয়ে আসতে হবে বলে জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category