আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ বছরে বাংলাদেশ কন্ঠ, কিশোরগঞ্জে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত

নিজস্ব প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জে উদযাপিত হলো ঢাকা থেকে প্রকাশিত মাটি ও মানুষের দৈনিক বাংলাদেশ কন্ঠের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারের সেগুনবাগিচায় কিশোরগঞ্জ নিউজ অফিসে আলোচনা সভা ও কাটা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক।

দৈনিক বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি মো. শফিক কবীরের সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামের সঞ্চালনায় পত্রিকাটির বহুল প্রচার ও ১৬ বছরে পদার্পণে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি একে নাসিম খান, সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, সহসম্পাদক গাজী টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক রেজাউল হাবিব রেজা, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়া, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আল আমিন, সাংবাদিক ও গবেষক আমিনুল হক সাদী, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সাজন আহমেদ পাপন, সাংবাদিক ফারুকুজ্জামান, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক মনির হোসেন প্রমুখ।


আলোচনার শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি শফিক কবীর, শেষে উপস্থিত সকল অতিথিগণ অত্যন্ত আনন্দগন পরিবেশে ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে একে অপরের মাঝে বিলিয়ে দেন।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category