আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন

নিজস্ব  প্রতিনিধি : সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবে কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা।
২৩ সেপ্টেম্বর সোমবার বেলা বারোটায় জেলা শহরের আখড়া বাজার চত্বরে, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে দুই মাসব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক এসব কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধণ জেলা প্রশাসক ফৌজিয়া খান।


স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপ-পরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্টেট এরফানুল হকের সঞ্চালনায়, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলার হাসিনা হায়দার চামেলি, কাউন্সিলার মো: সাইফুল ইসলাম।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ নরসুন্দা নদীর পাড়ে ফগার মেশিন চালিয়ে মশক নিধনের উদ্বোধন ও জনসাধারণের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলি, পৌর সচিব হাসান জাকির বাপ্পী, নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক জুয়েল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category