নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে মহাবীর ঈশা খাঁর ৪২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মহাবীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগার। এতে প্রধান অতিথি ছিলেন জংগলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: কামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন জংগলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঠাগারের উপদেষ্টা মীর আশরাফ উদ্দিন।
বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি লেখক ও সংগ্রাহক আমিনুল হক সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঈশা খাঁর ১৫তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধার সন্তান ইউনিট কমান্ডের সাধারণ সম্পাদক উপদেষ্টা ডা:জামিল আনসারী, পাঠাগারের উপদেষ্টা জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর,সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, কিশোর কবি মাসুম, দেওয়ান বকুল, সৈয়দ আকিব,হেলাল মিয়া,লিটন,আসাদুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহাবীর ঈশা খাঁর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অতিথিদের আলোচনায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে ১০ একর জায়গা অধিগ্রহণ করে জঙ্গলবাড়িতে অবস্থিত মহাবীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত বসতভিটা, মসজিদ ও দরবার হলসহ অন্যন্য সংস্কারের উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁর স্মৃতিকে আগামী প্রজন্মদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মহতী আয়োজনকে ধন্যবাদ জানান। সেই সাথে বেসসরকারী পর্যায়ে বীর ঈশা খাঁর নামে প্রতিষ্ঠিত পাঠাগারটির সফলতা ও উন্নতি কামনা করেন।
Leave a Reply