আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নার্সিং মহাপরিচালকের পদত্যাগ দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব  প্রতিনিধি: নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সের পদায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কিশোরগঞ্জ জেলা নার্সেস এসোসিয়েশন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে নার্সিং কর্মকর্তাদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মন, হাসপাতালের নার্সিং কর্মকর্তা কামরুল হাসান, নার্সিং ইনচার্জ রিক্তোন্নেছাসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ফারজানা আহমেদ, নার্সিং সুপারভাইজার রোজিনা আক্তার, নার্সিং কর্মকর্তা দিপংকর ঘোষ, আল-আমিন, মাজহারুল ইসলাম, জাহিদুল হক, আমিনুল ইসলাম, রাসেল মিয়া, সুমি আক্তার তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মামুন, জাহাঙ্গীর আলম প্রমুখসহ নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীবৃন্দ।
বক্ততারা বলেন, দ্রুত তাদের দাবী মেনে না নিলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনসহ আরও কঠোর আন্দোলনে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category