ছাবির উদ্দিন রাজু : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হলো ডায়াফেরা” সেবনে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক সেমিনার ও কর্মী প্রশিক্ষণ কর্মশালা।
১৪ সেপ্টেম্বর শনিবার বিকালে পাকুন্দিয়া সোনালী ব্যাংক এর তৃতীয় তলায় আশার আলো ডায়াবেটিস সেন্টারে হাকিম মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত রোগিগণ বলেন,ডায়াবেটিস একটি অনিরাময় ও বিরক্তিকর রোগ যার পরিণতি খুবই ভয়াবহ অথচ আজ পর্যন্ত ডায়াবেটিসের স্থায়ী সুস্থতার কোন নিয়ামক আবিষ্কার হয়েছে বলে আমরা শুনিনি। আমাদের মাঝে আশার আলো দিয়ে সেই স্থান জয় করেছেন প্রখ্যাত পুষ্টিবিদ মোঃ সোলাইমান হোসেন।
, “ডায়াফেরা” সেবনে ডায়াবেটিস ভাল হয় বলে পাকুন্দিয়া বাসীকে অবাক করলেন পুষ্টিবিদ সোলাইমান হোসেন,তিনি বলেন মুখের ভিতর গাঁ হলে আমরা ঔষধ না খেয়ে ভিটামিন সি খায় তাতে মুখের অংশ বা সেল / বিটা কোষ ভালো হয়,ডায়া ফেরা ঐ সকল উদ্ভিত পণ্য দ্বারা তৈরী যা প্রাকৃতিক উপায়ে প্যানক্রিয়াস এর বিটা কোষ/ সেল কে শতভাগ সুস্থ করার মাধ্যমে রক্তে ইনসুলিন সরবারাহ স্বাভাবিক রাখিয়ে আস্তে আস্তে রোগীকে সুস্থ্য করে তুলে ।
ডায়াবেটিস ভালো হয় শীর্ষক ফর্মুলার আবিষ্কারক একাধিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান পুষ্টিবিদ মোঃ সোলায়মান হোসেন আরো বলেন বাংলাদেশে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিস রোগী, এক কোটি 30 লক্ষ লোক ডায়াবেটিসে আক্রান্ত, প্রতি সাত সেকেন্ডে একজন ডায়াবেটিকস রোগী বাড়ছে, তাদেরকে সেবা দিয়ে ভালো ইনকাম করাও সম্ভব, এতে করে অনেক লোক খেঠে খেতে পারবে, তাই ওয়েলনেস এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিঃ এর ছায়াতলে সকলকে আসার আহ্বান জানান ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলনেস এর কিশোরগঞ্জ জেলার সুপারটেন লিডার সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু ,কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, বিএম ইউ জে কিশোরগঞ্জ জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি এফ এম আব্বাস উদ্দিন, সাংবাদিক মোঃ সুমন আহমেদ, স্বাস্থ্য সচেতন ব্যক্তি, সমাজ হিতৈষী, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক ও ডায়াবেটিকস রোগীগণসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষের দিগে অনেকে পুষ্টিবিদের কাছ থেকে ডায়াফেরা ও তাবারক গ্রহন করেন,সভাপতি সকল কে আগামী সিমিনারে অংশ গ্রহন করার আহবান সহ ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply