আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের সদস্য হলেন সাংবাদিক ফকির মতি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর কর্তৃক কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের এডহক কমিটির বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন- মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যাপক বিএসসি(সম্মান),এমএসসি (গণিত)রা.বি., ইউএনবি ও খবরপত্রের কিশোরগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম ফকির মতি।
১২ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলরের নির্দেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এডহক কমিটি গঠন করেন। এবং কলেজের অধ্যক্ষ বরাবরে প্রেরিত বিজ্ঞপ্তিতে মো: মতিউর রহমানকে সভাপতি ও শফিকুল ইসলাম ফকির মতিকে বিদ্যুৎসাহী মনোনীত করে পাঁছ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এবং নব-গঠিত এডহক কমিটি আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্ণিং বডি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেন।
এডহক কমিটির সংবাদটি কিশোরগঞ্জে প্রকাশ হওয়ায়, সরাসরি এবং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা, শুভকামনা ও প্রশংসায় ভাসছেন সকলের প্রিয় সাংবাদিক শফিকুল ইসলাম ফকির মতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category