আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
জামায়াতে ইসলামীর কার্যক্রম পর্যালোচনা সহ সাংবাদিকদের সাথে পরিচয় ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা সাড়ে ৭ টায় মাধবদী পৌর শহরের ছোট মাধবদীর পালকি কমিউনিটি সেন্টারে মাধবদীর সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা ও শহর শাখার নেতৃবৃন্দরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমির আব্দুল জব্বারের সভাপতিত্বে কোরআন থেকে তেলওয়াত করেন মেহেরপাড়া ইউনিয়নের আমির শাহানউল্লাহ।
এসময় মাধবদী প্রেসক্লাবের সকল সাংবাদিক সহ মাধবদীর সকল স্থরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সাথে সাংবাদিকদের পরিচয় পর্ব শেষে জামায়াতে ইসলামি নেতারা তাদের বিভিন্ন কল্যাণমুলক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার সেক্রেটারী আব্দুল আজিজ, মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, মাধবদী শহর শাখার সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেন, পাইকারচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ খায়রুল ইসলাম, নুরালাপুর ইউনিয়নের আমির আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলা শাখার সেক্রেটারি জামাল উদ্দিন, জামায়াত নেতা ইব্রাহিম মোল্লা, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নরসিংদী জেলা সেক্রেটারি জাফরুল্লাহ খাঁন, জামায়াত নেতা মোঃ ইয়াহিয়া মিয়া, মোঃ নজরুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মীগণ।পরে মতবিনিময় সভা শেষে বাংলাদেশ জামায়াত ইসলামী মাধবদী শহর ও থানা শাখার আয়োজনে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।
Leave a Reply