নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
১১ সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পিটিআই’র হল রুমে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ আবুল কালামের সভাপতিত্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি জেলা শাখার এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলার সকল কর্মচারীদের অংশগ্রহণে উক্ত সভায়, সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি-মোহাম্মদ গোলামুর রহমান ও সম্পাদক-কামরুল হাসানকে মনোনীত করে আগামী তিন বছরের জন্য ১৭ সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন- সাধারণ সভার সভাপতি ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ আবুল কালাম।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি – মো: আল আমিন, সহ-সভাপতি – আব্দুল লতিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক – মো: আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক – মো: সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক – এস এম রেজাউল করিম, অর্থ সম্পাদক – এম এম সেলিম, দপ্তর সম্পাদক – মো: মেরাজ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – মোহাম্মদ হাবিবুল্লাহ মিজবাহ, প্রচার,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – মো: সজীবুল ইসলাম, কার্যকরী সদস্য – মো: মনির হোসেন, নমিতা রাণী দাস, রফিকুল ইসলাম রাজন, জাহাঙ্গীর আলম, রিপন খন্দকার ও লাক্কু মিয়া রয়েছেন।
কমিটি ঘোষণার পর – সম্মানিত উপদেষ্টা মোঃ মুর্শেদ উদ্দিন, মোঃ আবুল হক ও প্রধান উপদেষ্টা মোঃ আবুল কালাম স্বাক্ষরিত ও অনুমোদনকৃত নতুন কমিটির হাতে তুলে দেন।
নবনির্বাচিত সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, আমার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে আমি আপনাদের সঙ্গে নিয়ে সাধারণ কর্মচারীদের সকল ধরনের সুবিধা-অসুবিধা ও সমিতির সার্বিক উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তাই, সকলের সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসা চাই।
Leave a Reply