জাহাঙ্গীর কবির পলাশ : বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ভ্রাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জুমা করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়বে আমীর হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক আজিজুর রহমান,আব্দুল হাই, এডভোকেট রুকন রেজা সহ জেলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
করিমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে করিমগঞ্জ উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জুবায়ের আহমেদ ও উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মো. নাজিমুদ্দিন সঞ্চালনায় বক্তব্য রাখেন শামসুল আলম সেলিম, আবদুল বারী রিয়াদী, রুস্তম আলী, এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর নিয়মতান্ত্রিক ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামী কাজ করছে।
প্রধান অতিথি তার বক্তব্যে মানসম্মত শিক্ষা ও চিকিৎসার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা ও আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোক্তা হওয়ার প্রতি আহ্বান জানান। আধুনিক জ্ঞান বিজ্ঞান কে সাংগঠনিক কার্যক্রমে ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সাবেক সাথী ও সদস্যসহ দুই শতাধিক কর্মী সমর্থক অংশ গ্রহণ করেন।
শিবির ও জামায়াতের শিল্পীরা ‘জামায়াতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার এ দাওয়াত দিয়েই যাবে’ সহ নানা উদ্দীপনা মূলক সংগীত পরিবেশন করেন।
Leave a Reply