নিজস্ব প্রতিবেদক : সম্পুর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার” সভাপতি – বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক – মো: আব্দুস সামাদ সবুজ। গত ৫ সেপ্টেম্বর, আগামী (২০২৪ – ২০২৬) দু’বছর মেয়াদি নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সহ-সভাপতি এ,এন,এম সামিউল হক, সাংগঠনিক সম্পাদক মো: মকবুল হোসেন, অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান, কার্যকরী সদস্য অজয় কুমার কর্মকার ও মো: ইসফাকুল ইসলাম।
সাবেক কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক, সংগঠনটির সম্মানিত উপদেষ্টাগণের পরামর্শে সাধারণ সভা আহ্বান করলে সংগঠনের কার্যালয়ে উপস্থিত সকল সদস্যদের মতামতে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সাফল্য কামনা ও নেতৃবৃন্দকে স্বাগত জানান – প্রধান উপদেষ্টা আলমগীর হোসেন সিটির চেয়ারম্যান শফিকুল আলম শিপলু ও কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা।
উল্লেখ্য : সংগঠনটি ২০১৮ সনে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, অসহায় বয়স্কদের জন্য ইনহেলার ও ঔষধ প্রদান, অতিঅসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শীতার্তদের মাঝে কম্বল ও হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ বিভিন্ন সহায়তা। তাছাড়াও আর্থিক সংকটে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে না পারাদের পরিক্ষা দেওয়ার ব্যাবস্থা করে সংস্থাটি।
এছাড়াও, ঈদ-বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান, ইফতার মাহফিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযানসহ অন্যান্য সমাজসেবা ও জনকল্যাণমুলক কর্মকাণ্ড ধারাবাহিক করে যাচ্ছে। এতে করে এলাকার সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন।
Leave a Reply