ছাবির উদ্দিন রাজু : কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷ ৯ সেপ্টেম্বর সোমবার বিকালে কটিয়াদী সদর সহ বিভিন্ন ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা হয়েছে৷
চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর বাস্ট্যান্ডে শুক্রবার দুপুরে উপজেলা গণ সমাবেশ হবে। এ উপলক্ষে এই শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়৷
শোভাযাত্রার নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি বরকত হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা বায়জিদ আহমেদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবদুল কাদির বকুল, শিল্প ও কুটির বিষয়ক সম্পাদক শোয়েব ভূঁইয়া, অর্থ সম্পাদক কালাম খান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা উসমান শহিদী, মুজাহিদ কমিটির সহ-সভাপতি মুমিনুল্লাহ মল্লিক, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মুহা. শফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি মুহা. রাজিব মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা মুছা মিয়া প্রমুখ।
Leave a Reply