ছাবির উদ্দিন রাজু : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার তুলাতুলি উচ্চ বিদ্যালয় ও ঝাটিয়াপাড়া আশ্রয়ন কেন্দ্র বন্যা দুর্গতের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে গত ১০ দিন ব্যাপী বিএমইউজে র উদ্যোগে কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ এর নেতৃত্বে বন্যা দূর্গত এলাকার অসহায় মানুষের পাশে নগদ অর্থ খাদ্য সামগ্রী, ঔষধ, ও কাপড়, বিতরন করা হয়েছে।
আজ লান্গলকোট এ রান্না করা খাবার ও ঔষধ বিতরন করেন বিএমইউজে র লাঙ্গলকোট উপজেলার সাংবাদিক বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলা শাখা সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, অধ্যাপক নজির আহাম্মদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলা শাখা অর্থ সম্পাদক আব্দুর রহিম বাবলু, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী প্রমুখ।
Leave a Reply