নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উত্তর কান্দাইল ক্লাস্টারের অধীন ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ (সেপ্টেম্বর) সকাল দশটা থেকে বারোটার মধ্যে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে শিশুদের শ্রেণি উপস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আসন্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, মিড ডে মিল ইত্যাদি বিষয়ে মায়েরা ও শিক্ষকেরা আলোচনা করেন।
ক্লাস্টারের অধীন গুণধর ইউনিয়নের খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টার সময় গিয়ে দেখা যায় মায়েদের ব্যাপক উপস্থিতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের কিশোরগঞ্জ প্রতিনিধি মো: আল আমিন।
আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহনূর ইসলাম কাসেম, মোঃ সাইদুর রহমান, মহুয়া আক্তার ডলি ও ফৌজিয়া আক্তার নিশি।
মায়েদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন জেসমিন আক্তার, ইফফাত আরা লিপি, তাসলিমা আক্তার প্রমুখ।
Leave a Reply