আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যাকবলিত মানুষের পাশে কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক : আকস্মিক টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় আটকে পড়া অসহায় মানুষদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে ছুটছেন কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

মঙ্গলবার (২৭ আগষ্ট) রাত আটটায় কিশোরগঞ্জ থেকে গাড়িতে করে প্রায় ১৬’শ পরিবারের জন্য ত্রাণসামগ্রী নিয়ে রওয়ানা হয়।
এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি, বোতলজাত পানি, গুড়, চিড়া, স্যালাইন, মোম ও লাইটারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।

কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান জানান, আমরা সবসময় প্রাকৃতিক দুর্যোগ ও দেশের ক্রাইসিস সময়ে অসহায়দের পাশে দাঁড়াই, তেমনি আকস্মিক বন্যায় বন্যার্তদের সহায়তার জন্য সমিতির এক জরুরি মিটিং আহ্বান করে যার যার ইচ্ছে অনুযায়ী তহবিল সংগ্রহ করে। পরে সকলের স্বীদ্ধান্তে আজ আমরা নিজেরাই এই কার্যক্রম ঠিমে ৯ জন নেতৃবৃন্দ যুক্ত হয়ে সরাসরি চলে যাচ্ছে দুর্গত এলাকায়।
জরুরি মিটিংয়ে সর্বমোট নয় লক্ষাধিক টাকা সংগ্রহ হয়। যা দিয়ে বন্যাকবলিত অসহায় মানুষদের ত্রাণসামগ্রীর ব্যাবস্থা করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক আ: আহাদ মানিক সহ অনান্য নেতৃবৃন্দ বলেন, আকস্মিক বন্যায় অধ্যুষিত নিচু অঞ্চলের বানভাসিরা আমাদেরই আপনজন এই দুর্দিনে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি, সরকারের পাশাপাশি দেশবাসীও আমাদের মতো দাঁড়াবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category