আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সৌদি প্রবাসী অপু’র মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার নগদ ১ লক্ষ টাকা তুলে দেয়া হয়েছে।

করিমগঞ্জে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সহায়তা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর সামির হোসেন সাকী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মালেশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক মোহাম্মদ মাসুদ সিদ্দিকী।

প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলমের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এইচ এম মুফতি আব্দুল্লাহ সাদীর সঞ্চালনায় অলাইনে যুক্ত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আনোয়ার হোসেন মৃধা, প্রধান উপদেষ্টা আলহাজ্ব আমিনুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক শাহরিয়ার আশরাফ টুটুল, সহ-সভাপতি আব্দুল আউয়াল আঞ্জু প্রমুখ।

সারোয়ার আলম সভাপতির স্বাগত বক্তব্যে প্রবাসীদের বিপদে আপদে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন।

সংগঠনের উপদেষ্টা হাজী আবু বকর সিদ্দিক ফাউন্ডেশনের কার্যক্রম কে বেগবান করতে সুপরিসর অফিসের ব্যবস্থার আশ্বাস দেন।

বিশেষ অতিথি এরশাদুল ইসলাম তার বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আনোয়ার হোসেন মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসীদের সহয়তায় নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধান অতিথি দানবীর সামির হোসেন সাকী আগামী দিনে সংগঠনের বিভিন্ন জনহিতকর কাজে অংশ গ্রহণের আশা ব্যক্ত করেন।
নিহত অপুর বাবা সুরুজ মিয়া সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category