আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
১৯ আগস্ট সোমবার বিকাল ৩ টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনের মুক্তমঞ্চে এ বৃক্ষরোপণ কর্মসূচির সুচনা করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ী শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তায় ট্রাফিক ব্যবস্থা, ডাকাত আতঙ্কে রাতজেগে পাহারা, বাজার মনিটরিং ও দোকানে দোকানে ময়লার ঝুড়ি বিতরণ সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার অংশ গ্রহণ সহ নতুন এক বাংলাদেশ উপহার দিতে দেয়ালে দেয়ালে অংকন করে যাচ্ছেন নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি। সেইসাথে নির্মল বাতাস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় হাতে নিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এমন সব কর্মকাণ্ডে শহরবাসীর প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জ ছাত্র আন্দোলনের অন্যতম আশিকুজ্জামান আশিকের নেতৃত্বে রাফি, আকাশ, পারভেজ, শাহিদা নুর স্মৃতি, সুচি,রুপা, রিয়া, পুর্ণ সহ ৪০/৫০ জনের একটি দল এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে তারা ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা ও রুহের আত্নার মাগফেরাত এবং আহতের দ্রুত সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

ছাত্র আন্দোলনের অন্যতম আশিকুজ্জামান আশিক জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আমরা শিক্ষার্থীরা আমাদের নিজেদের উদ্যোগ ও অর্থায়নে কিশোরগঞ্জে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা প্রাথমিকভাবে আড়াই হাজার বিভিন্ন জাতের ফলজ বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করছি। আমরা সবুজায়নের মাধ্যমে নতুন এক বাংলাদেশের কিশোরগঞ্জ বাসীকে নির্মল বাতাস ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এ কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category