আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতাঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন দেশের শত শত শিক্ষার্থী-জনতা। এ আন্দোলনে রক্ত ঝরেছে কয়েক হাজার শিক্ষার্থী-জনতার। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ আঁকছেন মাধবদীর শিক্ষার্থীরা।
শিল্পাঞ্চল নরসিংদীর মাধবদী পৌরসভার মোড়ে মাধবদী এস পি ইনস্টিটিউশন স্কুলের দির্ঘ দেয়ালে, মাধবদী কেন্দ্রীয় শহীদ মিনার সহ সড়কের পাশের এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে মাধবদীর শিক্ষার্থীরা।
গত ১০ আগস্ট থেকে শহরের বিভিন্ন এলাকার সড়কের পাশে ও স্থাপনার দেয়ালে নানা চিত্রকর্ম রং তুলির মাধ্যমে ফুটে তুলছেন।
শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান এবং বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত রোববার সকালের দিকে মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের দেয়ালে ও মাধবদী কেন্দ্রীয় শহিদ মিনারে নানা প্রতিবাদী চিত্রকর্ম করছে শিক্ষার্থীরা। এছাড়া গত কয়েকদিনে মাধবদী বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানগুলোতে প্রতিবাদী চিত্রকর্ম অঙ্কন করেছেন মাধবদীর শিক্ষার্থীরা। এসব কার্যক্রমে মাধবদী ও আশপাশের অঞ্চলে বসবাসরত বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
“স্বাধিনতা এনেছি, সংস্কারও আনবো” “দেশটা কারো বাপের না লুটে খেতে দিবো না” “Of The People. For The People. By The people” এমনই কিছু প্রতিবাদী চিত্রকর্ম অঙ্কন করেছেন স্থানীয় মাধবদী সতি প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আনিকা জাহান। তিনি বলেন, মাধবদী পৌর শহরের বিভিন্ন দেয়াল ও স্থাপনায় ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ভাইদের অবদান সবার কাছে রঙিন করে তোলার জন্য আমরা শহরের বিভিন্ন স্থাপনার দেয়ালে প্রতিবাদী চিত্রকর্মসহ নানা চিত্র অঙ্কন করেছি। আরেক শিক্ষার্থী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের এইচ এস সি পরিক্ষার্থী মারুফ রহমান বলেন, আমরা শিক্ষার্থীরা আগ্রহী হয়ে শহরের বিভিন্ন জায়গায় পরিবর্তনের বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানাতে সড়কে এই চিত্রকর্ম অঙ্কন করছি। যার মাধ্যমে সমাজ দেশ সব কিছুর পরিবর্তনে সবার অংশগ্রহণ থাকে।
এছাড়া শেখ হাসিনা পদত্যাগের পর গত কয়েকদিন যাবত মাধবদী ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক, থানা, পার্ক ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার ও পরিচ্ছন্ন করেছেন। শহরের গুরুত্বপূর্ণ সড়কের ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সকাল-সন্ধ্যা কাজ করে যাচ্ছেন তারা।
#
মোঃ আল আমিন
মাধবদী-নরসিংদী
Leave a Reply