আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার ফাঁসির দাবি ও কিশোরগঞ্জের ইতিহাস বিকৃতকারী লেখকদের হুশিয়ারী

নিজস্ব প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তাঁর দোসরদের ফাঁসির দাবি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসে বিভ্রান্তিমূলক বিকৃত ইতিহাস বইয়ের লেখকদের হুশিয়ারী করে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সচেতন কওমী ছাত্র সমাজের আয়োজনে, ১৬ আগষ্ট, শুক্রবার বাদ জুমার পর ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শহরের কালিবাড়ী মোড় হয়ে গুরুদয়াল কলেজ, আখড়াবাজার, রথখলা, গৌরাঙ্গবাজার হয়ে পুনরায় শহীদি মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

পরবর্তীতে সচেতন কওমী ছাত্র সমাজের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রজনতাও অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল থেকে স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবি করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে আরও ঘোষণা করা হয়, আমাদের শান্তিপ্রিয় আলেম উলামাদের এই শহরে অস্ত্রের মহড়া দেওয়া চলবে না। কিশোরগঞ্জের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সচেতন কওমী ছাত্র ও আলেম সমাজ সদা জাগ্রত।

বক্তারা আরও বলেন বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তিমূলক বিকৃত ইতিহাসের বই লেখা হয়েছে। যেখানে উপমহাদেশের আলেমসমাজের মাথার তাজ রাজনৈতিক গুরু আল্লামা আতহার আলী রহ.কে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। লেখক জাহাঙ্গীর আলম জাহান, মুআ লতিফ ও ডা. ইকবাল মাহমুদ গং আলেম বিদ্বেষী আল্লামা আতহার আলী রহ. ও আল্লামা আনোয়ার শাহ রহ. কে বিকৃতভাবে উপস্থাপন করতে চায়। বক্তাদের স্পষ্ট ঘোষণা এই আধুনিক কিশোরগঞ্জের মহান রূপকার হলেন আল্লামা আতহার আলী রহ.। তিনি কিশোরগঞ্জে ইলেক্ট্রিসিটি, টেলিফোন, পানির লাইন স্থাপন করেছেন। যা তৎকালীন ময়মনসিংহেও ছিল না। তাঁর এই স্বচ্ছ ইতিহাসকে বিকৃত করে, উপস্থাপন করা হয়েছে তাদের বেশ কয়েকটি বইয়ে। তাদের প্রতি আহ্বান রইলো মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের প্রকৃত ইতিহাস ও রাজনৈতিক বর্ননা করে নতুন বই জাতির কাছে পেশ করুন। তবেই আপনাদের সম্মান ঠিক থাকবে। তা-নাহলে যেভাবে ঘরে বসে আছেন এভাবে ঘরেই থাকতে হবে, বাহিরে বের হলে আর সম্মান থাকবে না প্রতিটি কদমে কদমে হবেন অসম্মানিত।

বক্তারা আরও বলেন, ২৪ এর ছাত্র হত্যার বিচারের দাবীতে আমরা রাজপথে নেমেছি৷৷ আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে ছাত্র-জনতা, আলেমা-উলামাদের আন্দোলনের মাধ্যমে পতন করিয়েছি৷ শুধু পতন করেই আমরা ঘরে বসে থাকবো না, ফ্যাসিষ্ট সরকার ও তার দোসরদের শাস্তি কার্যক্রর করেই তবে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

উক্ত সমাবেশ আরও যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ইকরমা, অভি সহ অন্যান্য সহযোগীরা৷
কওমী সচেতন ছাত্র সমাজ, কিশোরগঞ্জের অন্যতম উবায়দুল্লাহ মারুফ, আশিক আশরাফ, আশরাফ আলী সোহান, বাইজিদ খান, আবরার মান্নান, মুহাম্মদ তোহা, হাসিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সহ হাজার হাজার তাওহীদি জনতা অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category