আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন 

আল আমিন, নরসিংদী, সংবাদদাতা: মাধবদীতে অবস্থান কর্মসুচী পালন করেছে মাধবদী পৌর বিএনপি। আজ ১৪ আগস্ট বুধবার বেলা ১১ টায় মাধবদী শহরের গুরুত্ববপুর্ণ পয়েন্ট মাধবদী পোস্ট অফিস মোড় সংলগ্ন স্কুল মার্কেটের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন। মাধবদী পৌর বিএনপি’র সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু ছালেহ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ জঙ্গি সংগঠন। তাদেরকে আইনের মাধ্যমে রাজনীতি থেকে বাদ দিতে হবে।

এ কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাকারিয়া, জেলা বিএনপি’র সদস্য আনোয়ার হোসেন আনু, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, মাধবদী থানা যুবদলের আহবায়ক কাজী ওয়াসিম, যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক এস আলম, মাধবদী শহর যুবদলের সভাপতি সোলায়মান ভূইয়া, নরসিংদী জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, আব্দুল বাতেন শাহিন, মাঈনুল ইসলাম ভূইয়া, মাধবদী শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক যোবায়রুল ইসলাম, নরসিংদী থানা শ্রমিক দলের আহবায়ক আঃ লতিফ, মাধবদী পৌর তাতী দলের সভাপতি নজরুল ইসলাম সানি, বিএনপি নেতা মাহবুবুর রহমান, গাফ্ফার মিয়া, খোকন আহমেদ, আমজাদ হোসেন, তোফাজ্জল হোসেন তফু, সাখাওয়াত হোসেন সাকা, মাধবদী বিশ্ব বিদ্যালয় কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category