আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে ৩০ ফুট নিচে পড়ে বাস, নিহত ১, আহত অর্ধ শতাধিক

আল আমিন, নরসিংদী প্রতিনিধি:নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস ওভারপাস থেকে নিচে পড়ে গেলে নুরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৪ জন। শনিবার (১১ আগস্ট) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলা হাসপাতাল সংলগ্ন বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের সামনে মুখোমুখি হয়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের প্রায় ৩০ ফিট নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category