নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও ১১৯৩ তম সাহিত্য সভা করেছে ভোরের আলো সাহিত্য আসর।
৯ আগস্ট শুক্রবার সকাল ১১ঘটিকায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও ১১৯৩ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
ভোরের আলো সাহিত্য আসরের সহ-সভাপতি “অথচ এবং ইত্যাদি” বইয়ের লেখক কবি মোতাহের হোসেনের সভাপতিত্বে ১১৯৩ তম সভা অনুষ্ঠিত হয়।
গাছের চারা রোপণের মধ্য দিয়ে প্রথম পর্যায়ে নির্মল বাতাসে প্রাণ রক্ষাকারী অক্সিজেন উৎপন্ন করার লক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিটি গাছ প্রেমিক হোসেন আলমগীরের ব্যবস্থাপনায় ও কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষন কমিটির বাস্তবায়নে এবং ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার দিকনির্দেশনায় পালিত হয়।
এসময় সাহিত্য সভা ও বৃক্ষরোপণে অংশ গ্রহণ করেন- শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আবু সাঈদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মোঃ মাজহারুল ইসলাম, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, অবসর প্রাপ্ত সমবায় কর্মকর্তা মো: শহীদুল্লাহ, ভোরের আলো সাহিত্য আসরের নারী সদস্য আকলিমা আক্তার ও গাছ তদারককারী মোঃ ইব্রাহীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশ গড়ার লক্ষ্যে চলমান বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply