আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাছ মানুষ ও পরিবেশের অকৃত্রিম বন্ধু- কিশোরগঞ্জে কৃষিবিদ সমীর চন্দ

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী মারিয়ায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রবিবার (৭ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
বৃক্ষরোপণ উপলক্ষে এক আলোচনা সভায় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। গাছ মানুষকে খাদ্য দেয়, পুষ্টি দেয়, চিকিৎসার উপকরণের কাঁচামাল সরবরাহ করে। এছাড়াও গাছ আমাদের জীবনধারণে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে উচ্চ তাপমাত্রা, ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে গাছ আমাদের রক্ষা করে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আসুন আমরা সবাই গাছ লাগাই, নিজে বাঁচি এবং দেশকে বাঁচাই। তীব্র তাপদাহ থেকে বাঁচতে হলে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাস গাছ লাগাতে হবে।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আকবর আলী চৌধুরী, সহ-সভাপতি ও ঢাকা বিভাগ উত্তরের আহ্বায়ক আলহাজ্ব মাকসুদুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগ উত্তরের সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান মোল্লা, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও বাংলাদেশ কৃষক লীগের সদস্য আখতারুজ্জামান শিপন।

এসময় কেন্দ্রীয়, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এমএ হানিফ উপজেলার নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামীলীগের সহযোগী অন্যান সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জেলার ১৩ টি উপজেলায় এ পর্যন্ত ফলজ বনদ ও ঔষধি গাছের ১৩ হাজার বৃক্ষরোপণ করেছে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ।
উল্লেখ্য : কৃষকলীগের উদ্যোগে

সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ তৃতীয় স্থান অর্জন করেছে। গত ১৫ জুন গণভবনে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ৩ মাস ব্যাপী বৃক্ষরোপন -২০২৪ কর্মসূচির উদ্বোধন এবং ২০২০-২১ সালের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজয়ীদের মাঝে পুরস্কিত করা হয়। ২০২০ সালে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ তৃতীয় স্থান অর্জন করায় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র হাতে পুরষ্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category