ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধিঃকিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর দক্ষিণ পাড়া বেপারী বাড়ির মুরুব্বি ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্পোরাল হাজী মোঃ রিয়াজুল হক গতকাল শুক্রবার বিকেল ৫টায় ঢাকার সিএমসি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ লিল্লাহি ওয়া ইন্নাহী রাজিউন)।
মরহুম এর নামাজে জানাজা অনুষ্ঠিত আজ ৬জুলাই শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর দক্ষিণ পাড়া ঢাকার রেল গেইট সংলগ্ন নতুন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তার মৃত্যুতে শোক বিজ্ঞপ্তি জানান,জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জনবান্ধব জিএম কাদের, মহাসচিব সাবেক বিরোধী দলের চিপ হুইপ এডভোকেট মজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুল হাই।
মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করে মরহুমের বিদাহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মনু,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাহাঙ্গীর আলম সৈকত, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস ছালাম মিয়া, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম ক্রয় করে মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণকারী ও ভৈরব পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ, ভৈরব পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ফজলুর রহমান, মরহুমের বড় পুত্র হিমেল আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন রেনু, সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম মিয়া, ভৈরব পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর আশরাফ আলী, ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভৈরব উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পিয়ার হোসেন,উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাদেক মিয়া, সহ-সভাপতি মাহাবুব হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ছাবির উদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শফিক, ভৈরব পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মোর্শেদ মিয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, ভৈরব উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আল আমিন, কৃষক পার্টির সভাপতি মাহাতাব উদ্দিন,বাজিতপুর পৌর জাতীয় পার্টির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শরিফ আহমেদ,কুলিয়ারচর পৌর জাতীয় পার্টির ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হোসেন, ভৈরব পৌর ২নং জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সুকমান মিয়া, ভৈরব পৌর ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ শাহিন মিয়া প্রমূখ।
Leave a Reply