নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকরিয়াইলে পুর্ব শত্রুতায় অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টায় দেশীয় তৈরী পাইপগান, চাইনিজ কুড়াল এবং চাপাতি সহ দু’জনকে আটক করে র্যাব।
র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের রাত্রীকালীন টহল টিম গত ২৮ জুন মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার অভিযানসহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে কিশোরগঞ্জ সদররের কর্শাকড়িয়াল নতুন বাজার হইতে মনোকর্শা গ্রামগামী পাঁকা রাস্তায় চেকপোস্ট পরিচালনার সময় রাত পৌনে দুইটায় অর্থাৎ ২৯ জুন অজ্ঞাতনামা দু’জন ব্যক্তি র্যাবের চেকপোস্টের নিকট আসলে র্যাবের চৌকশ ও আভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং দেহ তল্লাশী করে। এবং তাদের নিকট হইতে দেশীয় তৈরি ১টি ধারালো চাইনিজ কুড়াল, ১টি চাপাতি এবং ১টি পাইপগান উদ্ধার করে তাদেরকে আটক করে।
আটককৃত দু’জন হচ্ছে স্থানীয় মনোকর্শা গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মোঃ নবী হোসেন(৪৯) ও শেওড়া গ্রামের মোঃ সোহরাব মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন(২৪)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে তারা জানায় যে, তাদের সাথে ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলের পার্শ্বে তাদের প্রতিবেশী মোঃ ওসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে তারা উল্লেখিত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মোঃ ওসমান আলীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর জন্য বেআইনীভাবে অস্ত্র নিয়ে তারা মোঃ ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল।
আটক দেলোয়ার হোসেন আরও স্বীকার করে দেশীয় তৈরী পাইপগানটি সে নিজে তৈরী করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply