তুরস্কের হিউম্যান রাইটস এন্ড ইকুয়ালিটি ইন্সটিটিউশন এর আন্তর্জাতিক সম্পর্ক ও প্রকল্প বিভাগের কোঅরডিনেটর ইজগি কাশকাভাল ওকেয়া’র সাথে সাক্ষাৎ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। ২৫ জুন তুরস্কের আঙ্কারায় ইন্সটিটিউশন ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইজগি কাশকাভাল ওকেয়া মানবাধিকার ও সমতা প্রতিষ্ঠানের তিনটি প্রধান কর্তব্য সম্পর্কে অবহিত করেছেন যা মানবাধিকারের সুরক্ষা এবং প্রচার, বৈষম্য ও সমতা নিষিদ্ধ করা এবং জাতিসংঘের কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলের মধ্যে জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা। নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলে বৈষম্য ও সমতা এবং জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিষিদ্ধ করা।
এ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী ইজগি কাশকাভাল ওকেয়া’কে সংগঠনের স্মরণিকা প্রদান করেন এবং বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সংগঠনের কার্যক্রমের চিত্র প্রত্যক্ষ করে তিনি সংগঠনের ভুয়সী প্রশংসা করেন এবং বলেন হিউম্যান রাইটস এন্ড ইকুয়ালিটি ইন্সটিটিউশন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাথে সহযোগিতার জন্য উন্মুক্ত।