তুরস্কের হিউম্যান রাইটস এন্ড ইকুয়ালিটি ইন্সটিটিউশন এর আন্তর্জাতিক সম্পর্ক ও প্রকল্প বিভাগের কোঅরডিনেটর ইজগি কাশকাভাল ওকেয়া’র সাথে সাক্ষাৎ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। ২৫ জুন তুরস্কের আঙ্কারায় ইন্সটিটিউশন ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইজগি কাশকাভাল ওকেয়া মানবাধিকার ও সমতা প্রতিষ্ঠানের তিনটি প্রধান কর্তব্য সম্পর্কে অবহিত করেছেন যা মানবাধিকারের সুরক্ষা এবং প্রচার, বৈষম্য ও সমতা নিষিদ্ধ করা এবং জাতিসংঘের কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলের মধ্যে জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা। নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলে বৈষম্য ও সমতা এবং জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিষিদ্ধ করা।
এ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী ইজগি কাশকাভাল ওকেয়া’কে সংগঠনের স্মরণিকা প্রদান করেন এবং বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সংগঠনের কার্যক্রমের চিত্র প্রত্যক্ষ করে তিনি সংগঠনের ভুয়সী প্রশংসা করেন এবং বলেন হিউম্যান রাইটস এন্ড ইকুয়ালিটি ইন্সটিটিউশন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাথে সহযোগিতার জন্য উন্মুক্ত।
Leave a Reply