আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভৈরব চেম্বার অব কমার্সের নির্বাচনে সভাপতি মামুন সহ-সভাপতি মোশাররফ ও জাহিদুল বিজয়ী

ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধিঃকিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর নগরী ভৈরবে, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২৬ নির্বাচনে কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন ৩৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রহমান পেয়েছেন ১৯৫ ভোট।

গতকাল সোমবার পৌর শহরের সরকারি কাদির বকস পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচন শেষে ফলাফল এ ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এমএম মুহিত।

ওই নির্বাচনে হাজী মো. মোশাররফ হোসেন ২৬১ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মাসউদ উর রহমান পেয়েছেন ১৯০ ভোট। এবং মো. জাহিদুল হক জাবেদ ২৫৯ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী এমরান মোল্লা তুহিন পেয়েছেন ২০৯ ভোট।
এছাড়াও পরিচালক পদে ১৬জন প্রার্থীর মধ্যে ১৪জন নির্বাচিত হয়েছেন। যথাক্রমে মিজানুর রহমান সাদ্দাম (৪৮২), মো. সোহেল বিল্লাহ (৪৭৫), আরাফাত ভূইয়া (৪৭৪), দেলোয়ার হোসেন (৪৬৬), মো. নাঈন ভূইয়া (৪৬৫), জামিল আহমেদ (৪৬৪),কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন সরকার (৪৬৪), তানভীর আহমেদ (৪৬২), সৈকত আহমেদ জেমস (৪৫৪), শরীফ নেওয়াজ ভূইয়া (৪৪৬), হাজী মো. আলাউদ্দিন (৪৩৯), আরিফ মাহমুদ (৪২৪), হাজী মো. সাজ্জাদ হোসেন মামুন (৪২৩), মো. মিজানুর রহমান পাটোয়ারী (৪১৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

নির্বাচনে ৫৬১ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজয়ীদেরকে ভৈরবের বিভিন্ন সংগঠন সহ পল্লী শক্তি এটুজেড সার্বিস সেন্টার, কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category